শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
পরে জহির রায়হান মিলনায়তন থেকে একটি র্যালি বের হয়ে ক্যাম্পাসে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ঘুরে।
সমাবেশে বক্তব্যে ভিসি ফারজানা ইসলাম বলেন, প্রজাপতির প্রকৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র সৌন্দর্য নয়, জীববৈচিত্রেরও গুরুত্ব আছে। তাই পরিবেশে সংরক্ষণের এ ধরনের উদ্যোগ নেয়া উচিৎ।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সভাপতি মুকুম মজুমদার বাবু সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রফেসর মনোনয়র হোসেন তুহিন, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মো. নুরুল আলম, ট্রেজারার প্রফেসর শেখ মো. মনজুরুল হক ও জীববিজ্ঞান বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার।
এ বছর ‘বাটারফ্লাই-অ্যাওয়ার্ড ২০১৮ ’ পেয়েছেন ফাহমিয়া সরকার বর্ষা।
এই মেলায় ক্যাম্পাসের বাটারফ্লাই পার্কে ৫০টিরও বেশি প্রজাতির প্রজাপতির প্রদর্শিত হয়। এতে বিপুল সংখ্যক লোক সেখানে জড়ো হয়।

মেলা শিশুদের জন্য কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতির তথ্যচিত্র প্রদর্শন, প্রজাপতি পার্কের লাইভ প্রজাপতি প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।